Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুই বাসে হঠাৎ আগুন


৭ ডিসেম্বর ২০১৯ ১৬:২৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার ও কুর্মিটোলা এলাকায় দু’টি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে কারওয়ান বাজারে দু’টি ইউনিট পাঠানো হয়। দমকল কর্মীরা দুপুর ৩টা ২৬ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

বাসে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস মিরপুর থেকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটি থেকে যায় এবং ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে বের হন।

বিজ্ঞাপন

লিমা খান আরও জানান, কুর্মিটোলা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি ডাবল ডেকার বাসে আগুন লাগার তথ্য পাই। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়।

বাসে আগুন

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। এই ঘটনায় কোনো হতাহতের তথ্যও জানা যায়নি।

বাসে আগুন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর