Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া জেলা আ.লীগের নতুন সভাপতি মজনু, সম্পাদক রিপু


৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক হিসেবে রাগেবুল আহসান রিপুর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বগুড়ার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রধান অতিথি মোহাম্মদ নাসিম জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

কমিটির সহ-সভাপতি হিসাবে টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু ও অর্থ সম্পাদক হিসাবে মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়। এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলেও জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র কেন্দ্রীয় সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

বিজ্ঞাপন

নতুন সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর