Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টামফোর্ড ছাত্রী হত্যার বিচার দাবি ছাত্র অধিকার পরিষদের


৭ ডিসেম্বর ২০১৯ ২০:১৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।’ শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে তারা হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি জানান। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারেও দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়নমূলক শাসনতন্ত্রে কথা বলতে পারছে না জনণগ। আমাদের বোন ধর্ষণের শিকার হচ্ছে, সেখানেও প্রতিবাদ গড়ে তুলতে বাধার সম্মুখীন হতে হয়। রাষ্ট্রীয়ভাবে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। অপরাধীদের মনে ধারণা জন্মেছে যে ক্ষমতা থাকলে পার পাওয়া যায়। জনগণের টাকা লুটপাট করে অপরাধীরা দায়মুক্ত থেকে যাচ্ছে।’ এছাড়া দ্রুত তিনি রুবাইয়াত শারমিন হত্যার রহস্য উদঘাটনের আহ্বান জানিয়ে বলেন, ‘রহস্য উন্মোচন করতে গিয়ে যেন ৪৮ ঘণ্টার আল্টিমেটামে দুই বছর পার না হয়ে যায়।’

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, রুম্পা একজন পুলিশ অফিসারের মেয়ে। কিন্তু পুলিশরা কি রাস্তায় নেমেছে? পুলিশের মেয়ে যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে।

রুম্পা স্টামফোর্ড হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর