Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পেঁয়াজের পেছনে কাদের ষড়যন্ত্র খুঁজে বের করতে হবে’


৭ ডিসেম্বর ২০১৯ ২১:৫৬

ঢাকা: ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টিসিবিকে দায়িত্ব দিয়েছে। কিন্তু পেঁয়াজের দাম কমছে না। সরকারের উদ্যোগ অকার্যকর করার পেছনে কাদের ষড়যন্ত্র, তা খুঁজে বের করতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাপা প্লাজায় দলের নির্বাহী কমিটির বৈঠকে সাবেক এই সংসদ সদস্য এসব কথা বলেন। তিনি বলেন, ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং একইসঙ্গে সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য দৃশ্যমান উদ্যোগ নিলেও তা অকার্যকর।’

বিজ্ঞাপন

‘দামবৃদ্ধির পেছেনে বিএনপি জড়িত’ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে এম এ আউয়াল বলেন, ‘যদি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির নেপথ্যে বিএনপি থাকে, তাহলে তদন্ত করে তার বিচার নিশ্চিত করা হোক। যে সিন্ডিকেট পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

সভায় দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান জানান, নির্বাহী কমিটির বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসময় দলের চেয়ারম্যান এম এ আউয়াল জানান, আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখেই ইসলামিক গণতান্ত্রিক পার্টি এসব প্রোগ্রাম বাস্তবায়ন করবে।

নির্বাহী কমিটির সভায় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামিক গণতান্ত্রিক পার্টি এম এ আউয়াল পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর