Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্ত্রীকে খুন করে গিয়েছিলেন উরকির চর, কাজ নেন চায়ের দোকানে’


৭ ডিসেম্বর ২০১৯ ২২:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। স্বামীও একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্দ্বীপ উপজেলার উরকির চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী) পরিত্রাণ তালুকদার। তিনি সারাবাংলাকে জানান, পরকীয়ার সন্দেহে রেজাউল তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে সন্দ্বীপের উরকির চরে যান। সেখানে গিয়ে চায়ের দোকানে কাজ নেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার রেজাউল করিম (২৮) সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দ্যা গ্রামের বুদরুজ ড্রাইভারের বাড়ির আবুল মনসুরের ছেলে।

তার স্ত্রী মৃত রোজী আক্তার (২০) ও রেজাউল করিম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাসা ঝাউতলার রেলওয়ে ডিজেল কলোনির আবুল কাশেমের ভাড়াঘরের ৮৪২/বি নম্বর কক্ষে।

গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পুলিশ ঝাউতলায় ডিজেল কলোনির ওই বাসা থেকে রোজীর মরদেহ উদ্ধার করেন।

কর্মচারী স্ত্রী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর