Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু


৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সেলিম ওরফে কালা সেলিম (৩৭)।

রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মুন্সিগঞ্জের টঙ্গীপাড়া থানার বেসনাল এলাকার আবুল কাশেমের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি এরশাদনগর এলাকায় বসবাস করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে এরশাদনগর এলাকার আব্দুল করিম আযাদ নামে এক ব্যক্তির বাসার একটি ঘরের জানালা ‍খুলে মোবাইল ফোন চুরি হয়। ঘটনা টের পেয়ে বাসার লোকজন জেগে উঠে চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী এগিয়ে গিয়ে ধাওয়া দিয়ে সেলিমকে পায়। তখন তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

গণপিটুনিতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর