আজ (রবিবার) বিকেল ৫টা২০ মিনিটে পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএল এর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের আয়োজনের উদ্বোধন করবেন।
এবারের বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে জমকালো আয়োজন। বলিউড এবং দেশের সুপারস্টারদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ধামাকা পারফরমেন্স। এছাড়া থাকবে বলিউডের সুপার ভয়েস সনু নিগাম এবং কৈলাশ খের-এর সঙ্গীত পরিবেশনা।
দেশের তারকাদের মধ্যে থাকছে নগর বাউল খ্যাত জেমস এবং ফোক সম্রাজ্ঞী মমতাজের গান।
বঙ্গবন্ধু বিপিএল-এর এই উদ্বোধনী ধামাকা সরাসরি সম্প্রচার করবে সারাবাংলা। পথে-ঘাটে-মাঠে আপনি যেখানেই থাকুন না কেন সারাবাংলার সাইট, ফেসবুক পেজ https://www.youtube.com/watch?v=yQHnoHh25LI এবং ইউটিউব চ্যানেলের https://www.youtube.com/watch?v=mXDDhrnR6O4 মাধ্যমে উপভোগ করতে পারবেন জমকালো এই আয়োজন।
পুরো অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন:
https://youtu.be/mXDDhrnR6O4