Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ গ্রামে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, আব্দুল আলীম ও মনিরুজ্জামান বাদশা প্রমুখ।

অনুষ্ঠানে রূপগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আব্দুস ছোবহান, রূপগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, যুবদল নেতা দিল মোহাম্মদ দিলা ও যুবদল নেতা মতিউর রহমানের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করে।

সারাবাংলা/এসআই

বিজ্ঞাপন

‘সোনিক দ্য হেজহগ ৩’ আসছে
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮

আরো

সম্পর্কিত খবর