Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুড়ি উড়িয়ে সৈকত পরিচ্ছন্ন রাখার বার্তা


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে অনুষ্ঠিত হয়েছে বাঙ্গালীর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। এই উৎসবের মূল বার্তা ছিল পর্যটন নগরীর সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শনিবার বিকালে সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ঘুড়ি উৎসবে রং বেরংয়ের দেশি-বিদেশী ঘুড়ি উড়তে দেখা যায়।

সৈকতে ভ্রমণে আসা লোকজনের কাছে উৎসবটি ছিল বাড়তি আনন্দের। সবাই মেতে ছিল ঘুড়ি উৎসবে। দেশি ঘুড়ির পাশাপাশি চাহিদা ছিল বিদেশি ঘুড়ির।

ঘুড়ি উৎসবে মেতে উঠা সায়মা আক্তার নামে ঢাকার এক পর্যটক জানান, ‘বছরে এক-দুই বার কক্সবাজার আসা হয়। এই বারে দুই’টি আনন্দে একসাথে অংশগ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে।

ঘুড়ি উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কক্সবাজার মোটেল প্রবালের ব্যবস্থাপক মা টিন। টিন জানান, কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। বিশেষ করে সমুদ্র সৈকতকে। কারণ এই জায়গাটি পর্যটকদের মূল আকর্ষণ।

ঘুড়ি ফেডারেশনের সভাপতি মোঃ শুকুর সালেক বলেন, ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার বার্তা ছাড়াও বিভিন্ন দেশের ঘুড়ি পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ আয়োজন। এছাড়া সমুদ্র সৈকতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য করা হয়েছে এই আয়োজন।

ঘুড়ি উৎসবের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, ঘুড়ির সাথে বাঙ্গালী ঐতিহ্যের একটি সম্পর্ক রয়েছে । আর এই উৎসবের কারণে পর্যটকরা বাড়তি আনন্দ পাচ্ছে।

এই উৎসবকে আরও উন্নত করা প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

সারাবাংলা/ওএফএইচ/এমএ

বিজ্ঞাপন

‘সোনিক দ্য হেজহগ ৩’ আসছে
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮

আরো

সম্পর্কিত খবর