রাজধানীতে শিশুর রহস্যজনক মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৯
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর কাকরাইল পাইওনিয়ার গলির একটি বাসা থেকে সাইফুল ইসলাম সাগর (১০) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পদিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আহমেদ রিপনের ছেলে। বর্তমানে কাকরাইল পাইওনিয়ার গলির একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো।
নিহত সাগরের মা শ্যামলী আক্তার জানান, এক ছেলে এক মেয়ের মধ্যে সাগর ছিল বড়। সে কাকরাইল কিডস ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
সাগরের মা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাথরুমে ঢোকে সাগর। আধাঘন্টা পরও বাথরুম থেকে না বেরুলে দরজা ভেঙ্গে দেখি নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে সঠিকভাবে জানাতে পারেনি তার স্বজনরা।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূর-ই আলম জানান, সাগরকে মৃত অবস্থায় আমরা পেয়েছি। তার গলায় দাগ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এমআই