Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির আনাজ মান্ডিতে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৩

ঢাকা: দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। শিগগিরি তারা ভয়াবহ এই দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারবে বলেও আশা করেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি এসব জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করায় তিনি ভারত সরকারকেও ধন্যবাদ জানান। বলেন, ভারতের যেকোনো দুঃসময়ে বাংলাদেশ তাদের পাশে আছে।

বিজ্ঞাপন

রোববার ৮ ডিসেম্বর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ভোররাতে আনাজ মান্ডিতে এই আগুন লাগে। ওই সময় প্রায় ২০০ জন শ্রমিক এই মান্ডিতে ঘুমোচ্ছিলেন।

ভোররাতে আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনে আটকে থাকা প্রায় ৫০ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় মান্ডি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কারখানাটিতে ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছিল না।

টপ নিউজ দিল্লির আনাজ মান্ডি প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর