Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নেতাদের কাজ ও সান্ধ্যকালীন কোর্স ভালো লাগে না: রাষ্ট্রপতি


৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৪

ঢাবি: রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচার্য আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা ও বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের সমালোচনা করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের আচার্যের লিখিত বক্তব্যের বাইরে গিয়ে তিনি এ সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডাকসু নেতাদের সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘এগুলো আমি কেন বলব? ডাকসুর নেতাদেরই তো এসব দাবি তোলার কথা। এটা আমাকে কেন বলতে হবে? এ দাবিগুলো তো ছাত্র নেতাদের করা উচিত। তারা এ ব্যাপারে কোনো কথা বলে না বরং তাদের ব্যাপারে অন্য এমন সব কথা শুনি যেগুলো আমার ভালো লাগে না। এর বেশি বলে আমি কাউকে হেয় করতে চাই না।’

এসময় আচার্য আবদুল হামিদ বলেন, ‘ডাকসু নেতাদের এমন কিছু করা উচিত যাতে সাধারণ ছাত্রদের কল্যাণ হয়। ’

ডাকসু নির্বাচনের সময় ওঠা অসঙ্গতির প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা সেটা করেছে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের সময় কিছু কিছু কথা বা অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। আমি আশা করব ভবিষ্যতে যখন আবার ডাকসু নির্বাচন হবে তখন যাতে করে আরও সুন্দর আরও সুষ্ঠুভাবে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।’

‘শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে বিশ্ববিদ্যালয়ে আসে, লাশ হয়ে ফিরতে নয়’

বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, ‘ইভিনিং শিফটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর আর কোনো সাধারণ পরিবেশ থাকে না। আমি শুনেছি একটা কোর্স, ইন্টারন্যাশনাল কোর্সে প্রতিটির জন্য সাড়ে ১০ হাজার টাকা লাগে। আরও শুনেছি এর অর্ধেক শিক্ষকরা পান, আর অর্ধেক ডিপার্টমেন্ট পায়। এ ধরনের বিষয় আমার ভালো লাগে না।’ এসময় তিনি বিষয়টি বিবেচনায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য স্নাতক ও গবেষকদের হাতে সনদ তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকেও সম্মানসূচক ‘ডক্টর অব সাইন্স’ ডিগ্রি দেওয়া হয়।

ডাকসু নেতা ঢাবি ক্যাম্পাস ঢাবি সমাবর্তন সান্ধ্যকালীন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর