আমি কাউকে ভয় পাই না: জি এম কাদের
৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৩১
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, ‘কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেলে, জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভাষায় কথা বলেবে। আমি কাউকে ভয় পাই না।’
সোমবার (৯ ডিসেম্বর) সেগুনবাগিচার কচিকাঁচার মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।
সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি অনেক নির্যাতন সহ্য করেছে। কোনই নির্যাতনই জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারেনি। জাতীয় পার্টি আর কোনো নির্যাতন সহ্য করবে না। এখন থেকে সব ধরনের নির্যাতন রুখে দাঁড়াবে এবং সামনে এগিয়ে যাবে।’
পার্টির সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচলানা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘বাইরে থেকে জাতীয় পার্টির ওপর যত আঘাত আসুক পার্টির কিছুই হবে না। তবে দলের মধ্যে ষড়যন্ত্র থাকলে পার্টি ক্ষতিগ্রস্ত হবে। দলের ভেতর থেকে কেউ যাতে ষড়যন্ত্র না করে সেদিকে কড়া নজর রাখতে হবে।’
কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে তা লুটপাট করা হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘কৃষকদের জন্য আজ বাংলাদেশ সাবলম্বী হয়েছে, খাদ্যের সংকট নেই। অথচ কৃষকদের মূল্যায়ন করা হয়না। কৃষি সেক্টর অবহেলিত। এখন থেকে জাতীয় পার্টি কৃষকদের পাশে থাকবে। আর জাতীয় পার্টি ক্ষমতায় গেলে কৃষকদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। জাতীয় পার্টি নিজেদের জন্য রাজনীতি করে না। জনগণের জন্য জাতীয় পার্টি রাজনীতি করে।’
কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে- জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা , ফয়সল চিশতি, মির আব্দুর সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এবং জাতীয় কৃষক পার্টির সারা দেশের জেলা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।