Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতার হাতে ধরা পড়া ‘সন্ত্রাসী’ নুরুল গুলিতে নিহত


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা:  রাজধানীর বাড্ডা এলাকায় বাদশা নামে একজনকে খুন করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়া নুরুল ইসলাম গুলিতে নিহত হয়েছেন।  রোববার ভোরে তার গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রেখে যান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ  ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ- পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, ভোরে ডিবি উত্তরের পুলিশ আসামি নুরুলকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তখন অন্য আসামিরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তখন পুলিশ গুলি করে। আসামিরা পাল্টা গুলি করলে নুরুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এসআই আরও জানান, নুরুলের নামে রামপুরা থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার বাদশা হত্যার সাথেও সে জড়িত ছিল।

গতকাল শনিবার দিনদুপুরে রাজধানীর মেরুল বাড্ডার মাছের আড়তে বাদশা নামে একজনকে গুলি করে মেরে পালাচ্ছিলেন নুরুল ইসলাম। এক মাছ ব্যবসায়ী খালি হাতে ধাওয়া করে অস্ত্রসহ তাকে ধরে ফেলেন। এরপর জনতার হাতে পিটুনি খান নুরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে ধরা পড়া নুরুল ইসলাম পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি। গত  নভেম্বরে বনানীতে রিক্রুটিং এজেন্ট সিদ্দিকুর রহমান হত্যা মামলার আসামি তিনি।

গতকাল দুপুরে আবুল বাশার বাদশা নামে এক যুবককে খুন করেন নুরুল ইসলাম ও তার সহযোগীরা।

ওইদিন দুপুরে আবুল বাশারসহ চার যুবক মাছের আড়তে ঢোকেন। তারা আড়তের ভেতরে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খান। এরপর চারজন মিলে আড়তের পেছনের দিকে গিয়ে কথা বলতে থাকেন। হঠাৎ গুলি গুলি বলে একজন চিৎকার করে ওঠেন।

বিজ্ঞাপন

সে সময় নুরুল ইসলামকে ধাওয়া করেন মৎস্য ব্যবসায়ীরা। রামপুরা ব্রিজ এলাকায় জনতার হাতে ধরা পড়েন নুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ সেখানে আসে।

পুলিশের কাছ থেকে নুরুল ইসলামকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সারাবাংলা/এএসআর/ইউজে/টিএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর