Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক


৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

আলমগীর জানান, সোমবার বেলা ৪টার সময় আবুল কাশেম (৫৪) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করেন আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। বিমানবন্দর আর্মড পুলিশ আবুল কাশেমকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পুলিশ সুপার আলমগীর আরও জানান, তার পায়ুপথ থেকে ইয়াবা বের করে আনা হয়। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, তিনি নিজেই ইয়াবা বাহক ও বিনিয়োগকারী। ঢাকার ফকিরাপুলে বিক্রেতাদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য দশ লাখ টাকা বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, বিকেল পৌনে ৪টার সময় তিনি নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন।

আটক কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার (কুদ্দুস বাড়ী) মৃত আলী আকবরের ছেলে।

ইয়াবা ইয়াবাসহ যাত্রী আটক বিমানবন্দর শাহজালাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর