একটি চক্র দেশে গণ্ডগোল সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাছিনা গাজী
৯ ডিসেম্বর ২০১৯ ২০:৪৫
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, একটি চক্র দেশে গণ্ডগোল সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধ্বংস করে দিতে চায়। তাদের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোন ষড়যন্ত্রকারীর স্থান হবে না।
তিনি বলেন, শুধু কার্ড নয় আমাদের দেশের মানুষগুলোও স্মার্ট। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের স্মার্টকার্ড দিয়েছেন। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। স্মার্টকার্ড ২০৪১ সালে উন্নত বিশ্বে যাওয়ার একটি লক্ষণ।
সোমবার (৯ ডিসেম্বর) রূপগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এদিন উপজেলার নোয়াপাড়া এলাকায় পৌর মাধ্যমিক বিদ্যালয়ে তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
হাছিনা গাজী বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দল মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে দেশের জনগণ। এই কর্মসূচি উদ্বোধনের সময় স্মার্টকার্ডের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারাবো পৌরসভার মেয়র।
তিনি আরও বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের জীবনের সব বৃত্তান্ত দেওয়া আছে। এতে একজন নাগরিকের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। এই জাতীয় পরিচয়পত্র যেন কেবল ভোটারের জন্য নয়, বহুবিধ ব্যবহার হয় সেই সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। নাগরিক হিসেবে সঠিক সেবাটা ঠিক মতো নেওয়ার জন্য এই পরিচয়পত্র।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাবো পৌরসভার কাউন্সিলর জোসনা বেগম, তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী জহিরুল ইসলামসহ অনেকে।