Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের টিকিট মঙ্গলবার থেকে, দাম ২শ থেকে ২ হাজার


৯ ডিসেম্বর ২০১৯ ২২:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:১০

বঙ্গবন্ধু বিপিএল টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশ টাকা। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে।

টিকিটের মূল্য তালিকানুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড পাঁচশ টাকা, ক্লাব হাউস পাঁচশ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি তিনশ ও পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম দুুইশ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকিট পাওয়া যাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।

এছাড়াও অনলাইনে www.sohoj.comwww.paypoint.com.bd ও www.gadgetbangla.com থেকে টিকিট কেনা যাবে।

আর এক দিন বাদে সাত দলের অংশগ্রহণে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।

টপ নিউজ টিকিট বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর