বনশ্রীতে কিশোরী গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
১০ ডিসেম্বর ২০১৯ ০১:০০
ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে নীলা (১৬) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বনশ্রী বি ব্লকের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, নীলা গত ছয়মাস ধরে আব্দুল করিম নামে এক ব্যক্তির বাসায় কাজ করতো। ওই বাসার একটি ঘর থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ির লোকজন জানিয়েছে, সন্ধ্যায় নীলা তার ব্যক্তিগত মোবাইলে একজনের সঙ্গে কথা বলে। এর কিছুক্ষণ পর সে মোবাইল ফোনটি জানালা দিয়ে ফেলে দিয়ে ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রাথমিক সুরতহালে নীলার গলায় ফাঁসের দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নীলার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়।