Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান উধাও


১০ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৭

চিলির একটি সামরিক বিমান সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্টিকার উদ্দেশ্যে উড্ডয়নের পর সন্ধ্যা ৬টা ১৩ মিনিট থেকে নিখোঁজ রয়েছে। বিমানটি রেডিও এবং রাডারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সি-১৩০ হারকিউলিস মডেলের ওই বিমানটিতে ৩৮ জন আরোহী ছিলেন। তার মধ্যে ২১ জন যাত্রী এবং ১৭ জন ক্রু। চিলির বিমান বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

চিলির বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানটি দক্ষিণ চিলির পুনটা এরিনা থেকে  অ্যান্টার্টিকার বিমান ঘাঁটিতে একটি পরিকল্পনা সংক্রান্ত কাজে যাচ্ছিল। ইতোমধ্যেই এ ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে। একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল উদ্ধার কাজ পরিচালনা করার জন্য প্রস্তুত আছে।

বিজ্ঞাপন

তবে, এখন পর্যন্ত নিখোঁজ হওয়া বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজ বিমান এবং আরোহীদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

অ্যান্টার্টিকা আরোহী চিলি নিখোঁজ সামরিক বিমান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর