ভ্যাট রেজিস্ট্রেশনে বাধ্য করা হবে: এনবিআর চেয়ারম্যান
১০ ডিসেম্বর ২০১৯ ১০:৩০
ঢাকা: ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য একদিকে যেমন আহ্বান করা হবে অন্যদিকে রেজিস্ট্রেশন করতেও বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘প্রত্যেকেরই (ব্যবসায়ী) অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। আমাদের দেশে ব্যবসায়ী সম্প্রদায়ের যে শংকা সেটি মোটেও কম না। কিন্তু এখনও আমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে উঠেনি। আমাদের কর্মকর্তারা যেমন চেষ্টা করে যাচ্ছেন তেমনিভাবে সব ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। তবে আমরা নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা আছে। তাই ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একদিকে যেমন আহ্বান করা হবে অন্যদিকে বাধ্য করা হবে।’
‘আমি মনে করি, ব্যবসায়ীদের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটি নিবিড় থাকবে এবং দেশ সেবার ব্রত নিয়ে সকলে কাজ করবে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের জিডিপির গ্রোথ ভাল। কিন্তু এটিকে ধরে রাখতে হবে। যদি জিডিপির গ্রোথের সাথে সাথে রাজস্বের গ্রোথ না হয় তাহলে আমাদের প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে চালানো কষ্টসাধ্য হবে। নিজ স্বার্থটি দেশের স্বার্থের ঊর্দ্ধে নয়। দেশের স্বার্থই আমাদের সবার আগে দেখতে হবে’, বলেন এনবিআর চেয়ারম্যান।
জনগণ যেকোনো দ্রব্য কেনা বা সেবা পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাট পরিশোধ করে জানিয়ে তিনি বলেন, ‘কাজেই আমরা যারা সেবা দেই বিশেষ করে ব্যবসায়ী যারা কিংবা যারা দ্রব্য তৈরি করে বা বিক্রি করে সেটির সাথে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। কাজেই ভ্যাট সরকারকে পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ভোক্তা ও ব্যবসায়ী সবাইকে জানানোর জন্য ভ্যাট দিবস পালন করা হয়ে থাকে। আমাদের অক্টোবর মাস পর্যন্ত ভ্যাটের প্রবৃদ্ধি ৯ শতাংশ। আমাদের এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন ছিলো এবং সেটি কাঙ্ক্ষিত ছিলো। কিন্তু নানা কারণে আমাদের প্রথম দিকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। আমরা মনে করি শিগগিরই এর উন্নতি হবে। কারণ আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে শীর্ষে ভ্যাট। গত বছর ভ্যাট ছিলো মোট রাজস্বের ৩৯ শতাংশ। কাজেই এখনও আমরা প্রত্যাশা করি নতুন ভ্যাট আইন যেহেতু বাস্তবায়ন হচ্ছে সেজন্য ভ্যাটের যে অবদান জাতীয় রাজস্ব আহরণে সেটি আরও বাড়তে হবে এবং বাড়া উচিৎ।’
তিনি আরও বলেন, ‘যে ভ্যাট আইন আমরা বাস্তবায়ন করেছি সেটি জনগণের প্রত্যাশা অনুযায়ী ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই আমরা বাস্তবায়ন করছি। ভ্যাটের যে রেটগুলো নির্ধারণ করা হয়েছে ১৫, ১০, ৭.৫ ও ৫ শতাংশ; এগুলো আলোচনা করেই করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ রেট ২ শতাংশ বা কোনো কোনো ক্ষেত্রে ২ শতাংশের কম নির্ধারণ করেছি। এক্ষেত্রে দ্বিধার কোনো অবকাশ নেই। ভ্যাট সরকারকে পরিশোধ করতেই হবে। ভ্যাট পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।’
জাতীয় ভ্যাট দিবস আজ
এরপর জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে সংস্থাটির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে রাজমণি সিনেমা হলের সামনে হয়ে কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে দিয়ে আবার রাজস্ব বোর্ডে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু, শিল্পী মেহেরীনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।