ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে আগামীকাল বুধবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য আগামীকাল দিন ঠিক করে দেন। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের ৪১ তম রায় ঘোষণা হবে।
এ মামলা বিচারিক কাজ শেষে গত ১৭ অক্টোবর রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল।