Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিপি নুর’র বিরুদ্ধে মানহানির মামলার আবেদন


১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি নুরুল হক নুর-এর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) মো. মোজাহিদ কামাল উদ্দিন। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।

মামলার অভিযোগে সম্পর্কে বাদী সাংবাদিকদের জানান, নুরুল হক নুর ছাত্র সংসদের ভিপি পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি গত ৫ ডিসেম্বর বিভিন্ন পত্র-প্রত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপি পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধরণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করছি বলে তার বিরুদ্ধে মামলার আবেদন করেছি।

বিজ্ঞাপন

মামলায় দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় অভিযোগ এনে নুর’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

ডাকসু ভিপি নুর মানহানির মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর