দুদক পরিচালক বাছিরের জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ
১০ ডিসেম্বর ২০১৯ ১৭:০৪
ঢাকা: ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসানুজ্জামান উজ্জল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ মামলায় হাইকোর্ট আজ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
গত ২২ জুলাই রাত পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক ফানাফিল্যার নেতৃত্বে দুদকের একটি টিম মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে।