Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু


১০ ডিসেম্বর ২০১৯ ১৮:৪২

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিন জন মারা গেছেন। মোটরসাইকেলের আরও এক আরোহী আহত হয়েছেন এই দুর্ঘটনায়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাশিয়ানীর থানার পুলিশ কনস্টেবল ও ও রাজৈর উপজেলার মাজুমদার গ্রামের মোতাহার মোল্লার ছেলে এমমাদুল হক (৩০) ও মোটরসাইকেলচালক কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের সচিন বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাস (২৮) মারা যান। পরে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের ব্রজেন বাড়ৈ’র ছেলে প্রসেনজিৎ বাড়ৈ (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় মাদারীপুর জেলার রাজৈর থানার এএসআই মনির হোসেন (২৭) আহত হয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কে রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রাম এলাকায় দুইটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালকসহ চার জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে রঞ্জিত বিশ্বাস ও পুলিশ সদস্য এমদাদুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি জানান, আহত প্রসেনজিৎ বাড়ৈ ও রাজৈর থানার এএসআই মনিরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রসেনজিতের মৃত্যু হয়। আহত এএসআই মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিন জনের মৃত্যু পুলিশ সদস্যের মৃত্যু মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর