Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে শিশু ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১


১১ ডিসেম্বর ২০১৯ ০১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ধারণের অভিযোগে মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়।

শিশুটির চাচার বরাত দিয়ে ভুরুঙ্গমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, অভিযুক্ত মিজানুর রহমান সোনাহাট স্থলবন্দর এলাকায় মুদি ব্যবসা করেন। এক মাস আগে নির্যাতিত শিশুটি তার দোকানের কাছে গেলে তিনি কৌশলে তাকে ফুসলিয়ে দোকানের ভেতর ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন ও সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারন করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে শিশুটিকে চুপ করিয়ে রাখেন এবং আরও কয়েকবার তাকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় আরেকজন মিজানুরের মোবাইলে ভিডিও দেখতে পেয়ে মঙ্গলবার সকালে ওই শিশুর বাবাবে জানান। এ বিষয়ে কথা বলতে গেলে দুই পরিবারের মধ্যে হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ মিজানুরকে গ্রেফতার করে।

গ্রেফতার মিজানুর রহমান সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত ও দুইটি সন্তান রয়েছে তার।

মোবাইলে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে পৃথক আইনেও মামলা দায়ের হতে পারে।’

ধর্ষণ দৃশ্য ভিডিওধারণ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর