Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য গ্রেফতার


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: তানোর উপজেলার বিলশহর এলাকায় অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গানপাউডার, দুটি উগ্রবাদী বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, সাতটি উগ্রবাদী লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- বিল শহর গ্রামের সাহেবজান আলী, আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর আলম।

রোববার বেলা ১১টায় র‌্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যান্টে কর্নেল মাহাবুব আলম জানান, তানোরে জেএমবি সদস্যরা বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে,  এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

শনিবার দিবাগত রাতে সাহেবজান আলীর বাডিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গানপাউডার, দুটি উগ্রবাদী বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, সাতটি উগ্রবাদী লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা নাশকতার জন্য সংগঠিত হচ্ছিল বলেও সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর