Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের মানবাধিকার পরিস্থতি ভয়াবহ: মির্জা ফখরুল


১১ ডিসেম্বর ২০১৯ ১৫:০৩

ঢাকা: বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি এ সেমিনার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১০ বছরে শুধু ভিন্নমত এবং ভিন্ন রাজনৈতিক চিন্তা পোষণ করার কারণে প্রায় ৩৫ লাখ মানুষকে মামলার আসামি করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ১ লাখ ৮ হাজার চৌদ্দটি। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত সরকার এবং আওয়ামী লীগের হাতে মারা গেছে ১ হাজার ৫২৬ জন। গুম হয়েছে বিএনপির ৪২৩ জনসহ মোট ৭৮১ জন।’

খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় গত ২০ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ ধরনের মামলায় যারা আসামি আছেন, তারা সবাই জামিন পেয়েছেন এবং জামিনে আছেন। কিন্তু দেশনেত্রীকে জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার তার জামিনে বাধাগ্রস্ত করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘যতটুক জানি, বেগমম খালেদা জিয়ার যে মেডিকেল রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই মেডিকেল রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। বিএসএমএমইউ কর্তৃপক্ষের রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করছে সরকার। এতে করে উনার যে মানবাধিকার আছে, সেটা লঙ্ঘন হচ্ছে।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ ১৫টি দেশের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ১০ বছরে ঘুম এবং খুনের শিকার ২৭টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপির আয়োজিত সেমিনারে।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপি মানবাধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর