Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত


১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-আইএসআরও একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বুধবার (১১ ডিসেম্বর)। অন্ধ্র প্রদেশের মহাকাশবন্দর থেকে পিএলএসভি-সি৪৮ রকেটের মাধ্যমে আরআইএসএটি-২বিআর১ নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। একই রকেটে আরও নয়টি বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের ৬টি ও ইসরাইল, ইতালি ও জাপানের একটি করে স্যাটেলাইট বহন করে এই রকেট।

মহাকাশ থেকে প্রয়োজনীয় ছবি তোলার কাজ করবে এ স্যাটেলাইট।  ৬২৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটি মূলত দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করবে। তবে প্রতিরক্ষার পাশাপাশি কৃষি, বন ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও এসব চিত্র কাজে লাগানো হবে।

বিজ্ঞাপন

বুধবার আইএসআরও জানায়, উৎক্ষেপণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি স্যাটেলাইট তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

এই স্যাটেলাইটটিকে বলা হচ্ছে মহাকাশ থেকে নজরদারির ক্ষেত্রে ভারতের এ পর্যন্ত সবচেয়ে সক্ষম স্যাটেলাইট।  স্যাটেলাইটটির মিশন লাইফ পাঁচ বছর।

আইএসআরও ভারতের স্যাটেলাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর