Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ের কপি পাওয়া যাবে সোমবার


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৪

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : এগার দিনের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে রায়ের কপি সোমবার দেওয়া হবে বলে আজ জানান ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ডের রায় দিয়েছিলেন আদালত।  ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান সেদিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়েছিলেন।

এই রায়ের অনুলিপি পেলে হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদার আইনজীবীরা। তবে রায়ের কপি পেতে দেরি হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন এতে সরকারের হাত রয়েছে। সরকারের হস্তক্ষেপে রায়ের কপি পেতে দেরি হচ্ছে।

এদিকে রোববার খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ মামলায় ২৫ মার্চ নতুন দিন ঠিক করেছেন বিচারক।

সারাবাংলা/এআই/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর