Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি আধুনিক হলেই মাথাপিছু আয় বাড়বে: কৃষিমন্ত্রী


১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৩

ঢাকা: দেশের মাথাপিছু আয় বাড়াতে হলে কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘কৃষিখাত আধুনিকীকরণের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রফতানি করতে হবে। শিল্প-প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।’

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিই এ দেশের কৃষ্টি। দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিরূপ প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। নষ্ট হয় কৃষি ও শষ্যক্ষেত। নানা ধরনের অসুবিধায় পড়ে পশু-পাখি, হাঁস-মুরগি।’

তিনি বলেন, ‘জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের লাগামকে টেনে ধরতে না পারলে কৃষির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমগ্র বিশ্বে খাদ্যসংকট আরও প্রকট আকার ধারণ করবে। জলবায়ুর পরিবর্তনের ফলে বাড়বে বৈশ্বিক উষ্ণায়ন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ঘূর্ণিঝড়সহ অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। একইসঙ্গে কমে যাচ্ছে কৃষিজমি।’

মন্ত্রী আরও বলেন, ‘একসময় বাংলাদেশের বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ বিদেশি সাহায্য নির্ভর ছিল, বর্তমানে তা ২ শতাংশে নেমে এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে পুষ্টিমানের বিষয়টি আগে আসে। আমিষের চাহিদা মেটাতে দুধ, মাছ, মাংস ও ডিম উৎপাদনে দেশে সফলতা এসেছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল, ব্লু ইকোনমির যুগ্ম সচিব মো. তৌফিক আরিফ, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেনসহ আরও অনেকে।

আধুনিক কৃষি কৃষি কৃষিমন্ত্রী মাথাপিছু আয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর