বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘শিক্ষার্থীরা দেশকে অনেক কিছু দিতে পারে। দেশকে জাগ্রত করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য শিক্ষার্থীদেরকেও কাজ করতে হবে।’
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজে পঞ্চদশ বার্ষিক স্কাউট গ্রুপ ক্যাম্প-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত উদ্যোগে বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে ১পহেলা জানুয়ারি হতে দেশব্যাপী পড়াশোনা শুরু করার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার কারণেই পহেলা জানুয়ারি আনন্দ উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেওয়া সম্ভব হয়েছে।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে কোনো সরকার শিক্ষার উন্নয়নে এতো কাজ করেনি।’
সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান মোল্লা সজলের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়াটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন বাবু, ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ, রূপসী ফিশ ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রমজান হোসেন সাউদ, বাংলাদেশ স্কাউটসের কমিশনার মোহাম্মদ শামীমুল হক। আরও ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভুঁইয়া সেন্টু, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে।