Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


১২ ডিসেম্বর ২০১৯ ০৪:২৪

ময়মনসিংহ: ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আ. রশিদ (৪০) নামের এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন, ইয়াবা। মৃত রশিদ ঈশ্বরগঞ্জ ঘাগড়ার হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, রশিদের বিরুদ্ধে থানায় ১৩টি মাদক মামলা রয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সারহাইলে দিনগত রাত পৌনে ১টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) শাহ কামাল আকন্দ এ কথা নিশ্চিত করেছেন।

ওসি আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে একটার দিকে ঈশ্বরগঞ্জ সারহাইল নামক স্থানে মাদক বিক্রেতা রশিদ বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রি করতে অবস্থান করছিল। ডিবি পুলিশের দুইটি টিম ওই স্থানে পৌঁছা মাত্রই সংঘবদ্ধ মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্নরক্ষার্থে পুলিশও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আ. রশিদকে (৪০) উদ্ধার করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রশিদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই শ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫টি কার্তুজ।

ইয়াবা বিক্রেতার মৃত্যু টপ নিউজ বন্দুকযুদ্ধ ময়মনসিংহ মাদক বিক্রেতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর