Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুলিশের ওপর গুলি, মূল হোতাসহ গ্রেফতার ৩ 


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৭

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম: চট্টগ্রামে পাঁচলাইশ এলাকায় চেকপোস্টে পুলিশের ওপর গুলির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন-  মূল হোতা খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহি (১৮)। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নগর পুলিশের উপ কমিশনার উত্তর আবদুল ওয়ারিশ খান জানান, চেকপোস্টে পুলিশের ওপর পেশাদার ছিনতাইকারী খোকনই গুলি ছুড়েছিল। গতকাল রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে অস্ত্রটি এখনো উদ্ধার করা যায়নি। এর মধ্যে আনোয়ারা উপজেলা থেকে খোকন ও আয়মান জিহাদকে এবং মাহিকে পাঁচলাইশ রহমাননগর থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের ১০দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এদের মধ্যে গ্রেফতার হওয়া আয়মান জিহাদ ও লেভেলের ছাত্র এবং মাহি গতবার এসএসসি পাশ করেছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণে জড়িতরা ওমর গণি এমইএস কলেজকেন্দ্রিক রাজনীতিতে জড়িত। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে তারা নগরীর সিআরবি এলাকায় প্রতিপক্ষের ওপর হামলা করতে যাচ্ছিল। যাবার পথে পুলিশের মুখোমুখি হলে যুবলীগ কর্মী খোকন গুলি ছুঁড়ে। এতে দায়িত্বরত পুলিশের এএসআই মালেক গুলিবিদ্ধ হয়।

গুলিবর্ষণের পর পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর