ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনটি বিদ্যুৎ ব্হিীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় ভবনের সব কয়টি লিফট বন্ধ রয়েছে। এতে করে ভবনটিতে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী এখনো প্রবেশ করতে পারেনি। বিদ্যুৎ আসার অপেক্ষায় তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই বিদ্যুৎ নেই কেন্দ্রীয় ব্যাংকটির ওই ভবনে।
এ ব্যাপারে বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট হতেই পারে।
কেন্দ্রীয় ব্যাংকটির মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান সারাবাংলাকে বলেন, আমাদের পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংক স্যুয়ারেজ লাইন পরিষ্কারের কাজ করছে শুনেছি। এটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো সমস্যার কারণে হয়ে থাকতে পারে।