Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিশকাণ্ড: গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ গ্রেফতার ১৩


১২ ডিসেম্বর ২০১৯ ১৬:২৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৩

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আবাসিক ভবনের জন্য বালিশসহ ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানী থেকে দুদকের একটি টিম তাদের গ্রেফতার করে।

এর আগে, দুপুরে ঢাকা সমন্বিত জেলা কাযার্লয় ১ রূপপুর পারমাণবিক বিদ‌্যুৎ প্রকল্পে ১৬৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ৪টি মামলা দায়ের করে দুদক। দুদকের উপপরিচালক নাসিরউদ্দীন বাদী হয়ে মামলাগুলো করেন। এরপরই মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ গ্রেফতার হওয়া অন্যরা হলেন গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম, সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, আহমেদ সাজ্জাদ খান, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. তারেক খান, মো. আমিনুল ইসলাম, ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।

গণপূর্ত টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন বালিশকাণ্ড রূপপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর