Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ২৩ নেতাকে গ্রেফতারের নির্দেশ


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রামপুরা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ২৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি)মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়। মামলার মোট আসামি ৪১ জন।

আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা শওকত মাহমুদ, কাইয়ুম কমিশনার, মারুফ কামাল খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিব উন-নবী খান সোহেল প্রমুখ।

সারাবাংলা/এআই/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর