ঢাকা: নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতের জেনোসাইড ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো এই মামলার দুই পক্ষ মিয়ানমার ও গাম্বিয়ার পক্ষ থেকে তাদের এজেন্টরা উত্থাপিত বক্তব্যের প্রেক্ষিতে যুক্তি তর্ক উপস্থাপন করছেন। স্থানীয় সময় সকাল ১০টায় এই যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রথম দফায় মিয়ানমারের পক্ষ থেকে দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবু বকর মারি তামবাদু, ব্রিটিশ আইনজীবী ফিলিপ স্যান্ডস, আইনজীবী পিয়েরে দ্য আর্জেন, পল রাইখলার এই চারজন এজেন্টের যুক্তি তর্ক শুনেছেন আদালত।
তারপর স্থানীয় সময় বিকাল সাড়ে চারটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। বিরতির পর দ্বিতীয়ার্ধে গাম্বিয়ার বিরুদ্ধে মিয়ানমার তাদের যুক্তি তর্ক তুলে ধরবে।