মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন থানা ভবনের পিলার ও ছাদ ধসে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মুন্নাফ (১৮)। তার বাড়ি নাটোর জেলায়।
এছাড়া গুরুতর আহত হয়েছেন চার শ্রমিক। এরা হলেন মো. হাসান(৩৪), রাকিব (৩৫), শিহাব (৩২) ও চঞ্চল(৩৫)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নির্মাণাধীন থানার ছাদ ধসে আহত ৩, একজন ধ্বংসস্তুপের নিচে আটকা
লৌহজং থানার পুলিশ পরিদর্শক রাকিবুল জানান, দুপুরে হঠাৎ নির্মানাধীন থানাভবনের দক্ষিণ দিকে একটি অংশের ছাদ ধসে পরে। এসময় নির্মাণ কাজ করছিলেন ৬৭জন শ্রমিক। এদের মধ্যে মুন্নাফ ছাদের একটি অংশ চাপা পরে নিহত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে নামে। ঘন্টাব্যাপি অভিযানে মুন্নাফের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ও আহত সবার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামে।
নিহত মুন্নাফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।