Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির এসএম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মজিবুর


১২ ডিসেম্বর ২০১৯ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমানকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া বিষয়টি অধ্যাপক ড. মো. মজিবুর রহমান সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে যোগদানও করেছি।’

হল নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম দিকে হলটি আমি সুন্দর পরিচ্ছন্নভাবে সাজাতে চাই। হলে শিক্ষার্থীদের যাতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে সেটি নিশ্চিত করতে চাই।’ এ বিষয়ে তিনি আবাসিক শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার সলিমুল্লাহ মুসলিম হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর