বালিশকাণ্ড: গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জন কারাগারে
১২ ডিসেম্বর ২০১৯ ১৮:৫২
ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আবাসিক ভবনের জন্য বালিশসহ ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
এ সময় আসামি পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার মনিস প্রমুখ জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের পক্ষে জাহাঙ্গীর আলম এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এর আগে দুদকের একটি দুপুরে ওই ১৩ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: বালিশকাণ্ড: গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ গ্রেফতার ১৩
সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ কারাগারে যাওয়া ১৩ আসামি হলেন গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম, সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, আহমেদ সাজ্জাদ খান, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. তারেক খান, মো. আমিনুল ইসলাম, ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।