শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে: গোলাম দস্তগীর গাজী
১২ ডিসেম্বর ২০১৯ ২৩:০১
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। জাতির পিতার কন্যার বুকের পাটা আর দরদ আছে বলেই, ভবিষ্যত প্রজন্মের জন্য তিনি এত বড় ঝুঁকি নিচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় উপজেলা পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
পাটমন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে প্রতিটি শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ও সাহসী পদক্ষেপ জাতি দ্বিতীয় কারও কাছে পায়নি। পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণের ব্যবস্থা করাসহ শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে নিরক্ষরমুক্ত, উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এখন তার কন্যা শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সবক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো খাত নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।’
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়াসহ অনেকে।
এদিকে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়া নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋণের নগদ টাকা বিতরণও করেন মন্ত্রী। একই মিলনায়তনে এদিন বীরমুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী শিক্ষার উন্নয়ন শেখ হাসিনা