Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে অ্যালকোহল পান, ২ কলেজছাত্রের মৃত্যু


১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জন্মদিনের পার্টিতে অ্যালকোহল পান করে জিহাদুর রহমান সাজিদ এবং ফাহিম নামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। মৃত সাজিদ বিকেএসপি’র বাস্কেটবল টিমের সদস্য। সে শহরতলীর আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের ছেলে। আর ফাহিমের বাবা থানাপাড়া এলাকার সাগর আহাম্মেদ।

পুলিশ জানায়, সাজিদের বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে দুপুরে ১০-১৫ জন বন্ধু পাবলিক লাইব্রেরির মাঠে পার্টির আয়োজন করে। সেখানে তারা অন্যান্য খাবারের পর একটি কোমল পানীয়’র সঙ্গে হোমিও ল্যাবরেটরির ওষুধ মিশিয়ে পান করে। কিছুক্ষণ পরে ৬ জন গুরুত্বর অসুস্থ হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছু আগে সাজিদ এবং ফাহিম মারা যায়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে অজানা পয়জনিং এ আক্রান্ত হয়ে ৬ জন একসাথে হাসপাতালে আসে। তাদের মধ্যে দুইজন মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

অ্যালকোহল পান কলেজছাত্রের মৃত্যু কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর