Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কেন নির্বাচনে যেতে ভয় পায় : কাদের


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপির নেতারা বলছে, বিএনপি আগের চেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তাহলে কেন তারা এই শক্তিশালী বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়? আমরা এই বিএনপিকে নিয়েই আগামী নির্বাচনে যেতে চাই। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

ধানমন্ডিতে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ৭ মার্চের সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার আওয়ামী লীগের এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

কাদের বলেন, ‘রাতের অন্ধকারে বাসায় বসে কেন তারা তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করল? এই প্রশ্নের জবাব তারা এখনো দেয়নি।’

তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার বিষয়ে  তিনি বলেন, ‘৭ম ধারা বাতিল করা হয়েছে কি আরেক দুর্নীতিবাজকে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার জন্য? এর জবাব আমরা এখনো পাইনি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর