Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার কাজে মানুষের ক্ষতি হলে অবসর নেব: বি. চৌধুরী


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যেদিন আমি দেখব আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় এবং আনন্দে অবসর নেব।

অর্থমন্ত্রী তাকে অবসর গ্রহণের পরামর্শ দিয়ে বক্তব্য রাখার প্রতিক্রিয়ায় বি. চৌধুরী রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, অর্থমন্ত্রীর অবসর গ্রহণের সিদ্ধান্ত সম্বলিত বক্তব্য দেখেছি। অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দু’জনেই গুণী মানুষ, তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের দু’জনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা করা ভুল নয়।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী তার অবসর গ্রহণের সিদ্ধান্ত সম্বলিত বক্তব্যের পরিশেষে আমাকেও অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে আমার বক্তব্য সুস্পষ্ট, যেদিন আমি দেখব আমার বক্তব্য এবং কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে- সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর নেব। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।

সারাবাংলা/এইচএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর