Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালু হলো দেশের সর্বাধুনিক ক্যাথল্যাব


১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চালু হলো দেশের সর্বাধুনিক ক্যাথল্যাব। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই ক্যাথল্যাবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএসএমএমইউ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। রোগীদের কল্যাণের কথা ভেবে কার্ডিওলজি বিভাগে সর্বাধুনিক ক্যাথল্যাব-১ চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, সর্বাধুনিক ক্যাথল্যাবটি চালু হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম আরও সমৃদ্ধ হলো।

এসময় উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অধ্যাপক ডা. এম এ মুকিত, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, কনসালটেন্ট শেখ ফয়েজ আহমেদসহ অন্যরা।

ক্যাথল্যাব বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর