Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জে দগ্ধ আরও ২ জনের মরদেহ হস্তান্তর


১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:০৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় লাগা আগুনে দগ্ধ দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়।

ওই দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জসিম মিয়ার ছেলে ওমর ফারুক (৩৬)ও দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকার আলী হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)।

এ পর্যন্ত স্বজনদের কাছে ১২ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি মৃতদেহ মর্গে আছে। যার ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

গত বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

আগুন কেরাণীগঞ্জ টপ নিউজ প্লাস্টিক কারখানা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর