Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে বিমান বিধ্বস্ত, ৬৬ যাত্রীর মৃত্যু


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৫

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ৬৬ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় যাত্রীরা সবাই মারা গেছেন বলে জানিয়েছেন এয়ার লাইনস কোম্পানির একজন মুখপাত্র।

বিমানটিতে সে সময় চালক ও তার সহকারীসহ ৬০ যাত্রী, দুজন নিরাপত্তারক্ষী এবং দুজন বিমান বালা ছিলেন।

অ্যাসিমান এয়ারলাইনসের বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াসুজে যাওয়ার পথে জাগ্রোস পর্বতে বিধ্বস্ত হয়।

এয়ার লাইনস কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, ইপি-৩৭০৪ বিমানটি স্থানীয় সময় সকাল আটটার সময় তেহরান থেকে উড্ডয়নের ঘণ্টাখানেক পরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত বিমানটি ফ্রান্সের তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট টারবোপ্রপ এআরটি ৭২-৫০০ মডেলের।

এ ঘটনার পর ওই এয়ারলাইনসের মুখপাত্র মোহাম্মদ তাবাতাবাই জানিয়েছেন, ‘ওই স্থানে তল্লাসী করে আমরা জানতে পেরেছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ওই ঘটনায় আমাদের প্রিয় মানুষগুলো নিহত হয়েছে।’

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসাইন কুলিভান্দ জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। উদ্ধারকারী বাহিনীকে হেলিকপ্টারের পরিবর্তে স্থল পথে ঘটনাস্থলে যেতে হচ্ছে।’

ইরানের বিমান বহরে বেশকিছু বিমান অনেক পুরান হয়ে যাওয়ায় এ বছরে সেখানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এটি/এমআই

 

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর