Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের বিশাল জয়


১৪ ডিসেম্বর ২০১৯ ০৫:৪২

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল ‘নীল দল’ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে নীল দলের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান নির্বাচিত হন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে  সকাল ৯টা থেকে বিকাল পাচঁটা পর‌্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষক সমিতির (২০২০)  নির্বাচনে আওয়ামীপন্থী নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ১১টি পদের সবকটিতেই নীল দল জয় লাভ করে।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সহিদ সারওয়ার, প্রচার সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সিএসটিই বিভাগের প্রভাষক একিউএম সালাউদ্দীন পাঠান, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান ও বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা সরকার নির্বাচিত হয়েছেন।

 

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর