Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনের বিয়ের আক্ষেপ নিয়েই মারা গেল দগ্ধ কিশোর আসাদ


১৪ ডিসেম্বর ২০১৯ ১১:৩৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসার চলত তার উপার্জনে। আগুনে পুড়েও বড় বোনের বিয়ের খরচ নিয়ে দুশ্চিন্তা ছিল আসাদের। সারাবাংলায় সেই প্রতিবেদন প্রকাশিত হলে অনেক পাঠক আসাদের সুস্থতা কামনা করেন। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও ১৪ বছর বয়সী কিশোর আসাদ মারা গেছে।

আরও পড়ুন:- ‘আমি না বাঁচলে আপার বিয়ে দিব ক্যামনে’

আরও পড়ুন:- কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ১৩

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় আসাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেন।

তিনি জানান, আসাদের শরীরের শতকরা ৫০ ভাগ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

আসাদের বাড়ি বরিশালের কাওয়ার চরে। কেরাণীগঞ্জে ভাড়া বাসায় সপরিবারে থাকত সে। পরিবারে চার ভাইবোন। বড়বোন শিরিন, মেজোভাই সোহেল ও ছোটবোন আরিফা। বাবা অসুস্থ ও বড় সোহেল বেকার হওয়ায় আসাদের  টাকায় চলত সংসার।

তবে গত ১১ ডিসেম্বর বিকেলে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে আসাদ দগ্ধ হয়। সে ওই ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত ১৩ হাজার টাকা বেতনে। হাসপাতালের বিছানায় শুয়ে আসাদ তার খালা মুন্নি বেগমকে জানিয়েছিল তার দুশ্চিন্তার কথা। বড় বোনের বিয়ের পুরো ব্যয় বহন করতে চায় সে। আসাদের সে ইচ্ছে পূরণ হয়নি।

প্লাস্টিক কারখানার আগুনে এ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কেরাণীগঞ্জ অগ্নিকাণ্ড প্লাস্টিক কারখানায় আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর