Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ গড়ার কাজে এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি হাছিনা গাজীর আহ্বান


১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:১২

নারায়ণগঞ্জ: তরুণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতিগঠনে কাজে ব্যবহারের প্রতি জোর দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়েেআসতে তরুণদের প্রতি আহ্বানও জানান তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাছিনা গাজী আরও বলেন, ‘বর্তমান সরকার মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশে এজন্য শিক্ষার হার শতকরা ৭২ শতাংশে উন্নিত হয়েছে। আজকের তরুণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে কাজে লাগাতে হবে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, রূপসী নিউমডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান, রূপসী নিউমডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মেজবাউল হাসান মোকাররমসহ অনেকে।

পরে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল হাজিরা রেজিস্টার ও সিসি টিভি সিস্টেমের উদ্বোধন করেন হাছিনা গাজী।

মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর